দেওয়ানগঞ্জে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীতে দেওয়ানগঞ্জে দোয়া করেন নেতৃবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৩য়তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১৪ জুলাই সকালে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে পৌর শহরের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সহ-সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক শরিফ মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক তোতা, পৌর শহর জাতীয় পার্টির আহ্বায়ক আমিনুল ইসলাম আকা, যুব সংহতির সভাপতি হারুন অর রশীদ হারিজ, সাধারণ সম্পাদক রাসেল আহাম্মেদ, চুকাইবাড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নুরুজামান।

এসময় জাতীয় পার্টির সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান তবারক বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

হুসেইন মুহম্মদ এরশাদ ২০২০ সালের ১৪ জুলাই সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।