পদ্মা সেতুর উদ্বোধন : জামালপুরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে জামালপুরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: পদ্মা সেতু উদ্বোধনের আগ মুহূর্তে জামালপুরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছে জেলা প্রশাসন। ২৫ জুন সকাল ৯টার দিকে শহরের ফৌজদারী মোড় থেকে আনন্দ শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে কবুতর ও বেলুন উড়ানো হয়। ছবি: বাংলারচিঠিডটকম

শোভাযাত্রায় অংশ নেন সাবেক ভূমি মন্ত্রী মো. রেজাউল করিম হীরা, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং নানা শ্রেণি ও পেশার মানুষ।

শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলা প্রশাসনের পক্ষ থেকে কবুতর ও বেলুন উড়িয়ে পদ্মা সেতুর উদ্বোধনের সাথে সামিল হোন।