বকশীগঞ্জে বন্যা কবলিত এলাকায় প্রশাসনের ত্রাণ বিতরণ

বকশীগঞ্জে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্যা কবলিত এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

২০ জুন বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা সাধুরপাড়া ইউনিয়নের বাংগাল পাড়া, কতুবের চর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ও নদী ভাঙনের শিকার ৪০টি পরিবারের মাঝে ১০ কেজি করে ত্রাণের চাল বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনুর রহমান, সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, ইউপি সদস্য শেখ ফরিদ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণ ছাড়াও বন্যায় আক্রান্ত পরিবারের খোঁজ খবর নেওয়া ও তাদের পাশে থাকার ঘোষণা দেন ইউএনও মুন মুন জাহান লিজা।