দেওয়ানগঞ্জে জাটকা জব্দ, বিক্রেতাকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নিষিদ্ধ জাটকা ইলিশ মাছ বিক্রির দায়ে মাছ বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১১ মার্চ সকালে উপজেলার বাহাদুরাবাদ নতুন বাজার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০ কেজি জাটকা ইলিশ জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা।

জানা গেছে, ১১ মার্চ সকালে বাহাদুরাবাদ নতুন বাজারে জাটকা মাছ বিক্রি হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে বাজারে গিয়ে মজিবর রহমানের ছেলে বাছের হোসেন নামে এক মৎস্য ব্যবসায়ী জাটকা মাছ বিক্রির সময় তার কাছ থেকে ১০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জাটকা বিক্রির অভিযোগে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা নিষিদ্ধ জাটকা মাছ এতিমখানা ও মাদরাসায় বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম, মডেল থানার উপপরিদর্শক (এসআই) জসিমদ্দিন।