শ্রীপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের অন্তর্গত শ্রীপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ দুপুরে ভালুকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

শ্রীপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক শেফালী বেগমের সভাপতিত্বে ও যুগ্মআহ্বায়ক মোমেনা বেগমের সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী এবং সম্মেলনে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন।

ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা।

সম্মেলন বক্তার বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ঝাউগড়া ইউপি চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম হেনা, সাধারণ সম্পাদক হাসিনা বেগম।

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য বিজন কুমার চন্দ, আজিজুর রহমান ডল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী হাফিজুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক নাজমুল হুদা মিঠু, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা ও সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি প্রমুখ।

এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে আগামী ৩ বছরের জন্য ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে শেফালী বেগম ও সাধারণ সম্পাদক মোমেনা বেগমের নাম ঘোষণা করা হয়।