বকশীগঞ্জে জলবায়ু পরিবর্তনে আধুনিক চাষাবাদের সক্ষমতা বিষয়ক প্রশিক্ষণ

বকশীগঞ্জে জলবায়ু পরিবর্তনে আধুনিক চাষাবাদের সক্ষমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জলবায়ু পরিবর্তনে আধুনিক পদ্ধতিতে কৃষি চাষাবাদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে।

অক্সফ্যাম ইন বাংলাদেশ এর সহযোগিতায় এবং উন্নয়ন সংঘের রিকল ২০২১ প্রকল্পের উদ্যোগে বালুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনুপ সিংহ।

প্রশিক্ষণে উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের এফএফ রাশেদ উর রহমানসহ সবজি উৎপাদক দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

কৃষিতে আধনিক প্রযুক্তি ব্যবহার করা, জৈব সারের ওপর জোর দেওয়া ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে সবজি উৎপাদন বৃদ্ধি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।