সিরিয়ায় আইএস-কুর্দি যুদ্ধে শতাধিক প্রাণহানি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ সিরিয়ায় মার্কিন সমর্থিত কুর্দি বাহিনী ও ইসলামিক স্টেট গ্রুপের যোদ্ধাদের মধ্যে চতুর্থ দিনের মতো লড়াইয়ে ৭ জন বেসামরিক নাগরিক সহ কমপক্ষে ১২০ জনের প্রাণহানি ঘটেছে।

হাসাকেহ নগরীতে কুর্দি নিয়ন্ত্রিত কারাগারে আইএস বিদ্রোহীদের হামলার মধ্য দিয়ে ২০ জানুয়ারি রাতে লড়াই শুরু হয়।

ব্রিটেন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আইএস যোদ্ধারা এ সময় জিহাদিদেরকে মুক্ত করে দিয়েছে এবং কারাগারে মজুদ রাখা অস্ত্র নিয়ে গেছে।”

তারা আরো জানিয়েছে, হামলা শুরুর পর থেকে কারাগারের ভিতরে ও বাইরে সহিংসতায় অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী, কারারক্ষী ও সন্ত্রাসবিরোধী বাহিনীসহ কমপক্ষে ৭৭ জন আইএস সদস্য ও ৩৯ জন কুর্দি যোদ্ধা নিহত হয়েছে। এছাড়া, লড়াইয়ে কমপক্ষে ৭ জন বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে।