সরিষাবাড়ীতে ৭টি ইউনিয়নেই নৌকা প্রার্থীরা জয়ী

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। বিভিন্ন কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে ৭টি ইউনিয়নেই নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

নৌকার বিজয়ী চেয়ারম্যানরা হলেন- ১ নম্বর সাতপোয়া ইউনিয়নে নৌকার প্রার্থী আবু তাহের, ২ নম্বর পোগলদিঘা ইউনিয়নে আশরাফুল ইসলাম মানিক, ৩ নম্বর ডোয়াইল ইউনিয়নে আব্দুর রাজ্জাক স্বপন, ৪ নম্বর আওনা ইউনিয়নে মো. বেল্লাল হোসেন, ৬ নম্বর ভাটারা ইউনিয়নে বোরহান উদ্দিন বাদল, ৭ নম্বরকামরাবাদ ইউনিয়নে আব্দুস সালাম ও ৮ নম্বর মহাদান ইউনিয়নে আনিছুর রহমান জুয়েল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে ৫ নম্বর পিংনা ইউনিয়নের নির্বাচন আগামী ৩১ জানুয়ারি ৫ম ধাপে অনুষ্ঠিত হবে।

জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়নের ৯২টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে সবগুলো ইউনিয়নে নৌকার প্রতিপক্ষ শক্তিশালী প্রার্থী না থাকায় বড় ধরনের সহিংসতা হয়নি। সাতপোয়া ইউনিয়নের চুনিয়াপটল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর সরিষাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ভাটারা ইউনিয়নের ভেবলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বারইপটল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং সেংগুয়া পূর্ব সরকারি প্রার্থমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে কয়েক দফা উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এসব ঘটনায় দুই পুলিশ সদস্য ও এক সহকারী প্রিজাইডিং অফিসারসহ প্রায় ২০-২৫ জন আহত হয়। গুরুতর আহত শরিফুল নামে এক পুলিশ সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেন।

এছাড়া মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে কেন্দ্রটি স্থগিত ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুকসেদুল আলম জানান, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭টি ইউনিয়নে সব কয়টিতেই নৌকার মার্কার চেয়ারম্যান প্রার্থী জয়ী হয়েছে। দুই-একটিতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে। তবে বিশৃঙ্খলার কারণে ১টি কেন্দ্র স্থগিত করা হয়েছে।