বকশীগঞ্জে দুই ইউপিতে চেয়ারম্যান হলেন আলমাছ ও জুয়েল তালুকদার

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে দুই ইউনিয়নেই আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

২৬ ডিসেম্বর সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ শেষে রাতে দুই ইউনিয়নে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার। ফলাফলে বকশীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আলমগীর কবির আলমাছ নৌকা প্রতীকে ১ হাজার ৯৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সুমন আনারস প্রতীকে পান ১ হাজার ৭৮৬ ভোট।

অপরদিকে বাট্টাজোড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মোখলেছুর রহমান জুয়েল তালুকদার নৌকা প্রতীকে ৫ হাজার ৪৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মুছা মিয়া লাঙল প্রতীকে পান ৩ হাজার ৪৯০ ভোট।