দেওয়ানগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৭০ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

উপজেলা নির্বাচন কর্মকর্তা বেলাল হোসেনের হাতে দলীয় মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগনেতৃবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল শেষ দিন ৯ ডিসেম্বর ২৭০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

জানা গেছে, পঞ্চম ধাপে উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। উপজেলার ডাংধরা, চর আমখাওয়া, হাতীভাঙ্গা, চুকাইবাড়ী, সদর ইউনিয়ন এই ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৯ জন, মহিলা সংরক্ষিত ৬২ জন, সাধারণ পদে ১৭৯ জনসহ মোট ২৭০ জন প্রাথী মনোনয়নপত্র দাখিল করেন।

৫টি ইউনিয়নে দলীয় মনোনয়ন জমা করেন- ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান, চর আমখাওয়া ইউনিয়নের নজরুল ইসলাম, হাতীভাঙ্গা ইউনিয়নের মাহমুদা চৌধুরী , চুকাইবাড়ী ইউনিয়নের সেলিম খান, দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের ছাইদুরজ্জামান খান।

নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে, আগামী ১২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই, ১৯ ডিসেম্বর প্রত্যাহার ও ২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে, ৫ জানুয়ারি ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

দলীয় মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ আবুবক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্মসাধারণ সম্পাদক আসলাম হোসেন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাফুজুর রহমান, চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক বাদশা মন্ডল, ইউনুছ আলী মোল্লা, আমিনুল ইসলাম, ছাত্রলীগের ছাইদুর রহমান প্রমুখ।