বকশীগঞ্জে দুই ইউপিতে তিন পদে ১০৮ জনের মনোনয়নপত্র দাখিল

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে বাট্টাজোড় ও বকশীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে মোট ১০৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

২৫ নভেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকারের নিকট উৎসব মুখর পরিবেশে প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

বকশীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত সদস্য পদে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অপরদিকে বাট্টাজোড় ইউনিয়নে চেয়ারম্যান ৯ জন, সাধারণ সদস্য পদে ৩৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৪ জন প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, জাতীয় পার্টির প্রার্থী ছাড়া বেশিরভাগ চেয়ারম্যান প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

আগামী ২৯ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ৬ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।