জামালপুর শেরাশিপপ কেন্দ্র ও উন্নয়ন সংঘের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালন

শেখ রাসেলের জন্মদিনে অন্যান্য অতিথিদের নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক মুর্শেদা জামান। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম: জামালপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলে ৫৮তম জন্মদিন পালিত হয়েছে। ১৮ অক্টোবর জামালপুর শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র ও বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘ আলাদা আলাদাভাবে নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালন করে।

সন্ধ্যায় শেখ রাসেল প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে বেলুন ও পায়রা উড়িয়ে জন্মদিনের অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক, শেখ রাসেল প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক মো. কামাল উদ্দিন চৌধুরী, প্রবেশন কর্মকর্তা আব্দুস সালাম, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। ছবি : বাংলারচিঠিডটকম

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মুর্শেদা জামান শিশুদের নিয়ে বিশাল আকৃতির কেক কাটেন। তিনিসহ অন্যান্য অতিথিরা দীর্ঘ সময় ধরে শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

শেখ রাসেলের জন্মদিনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।ছবি: বাংলারচিঠিডটকম

এর আগে বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসির শেওলা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।

এতে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন সংস্থার মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, এপি ব্যবস্থাপক মিনারা পারভীন, হিজড়া উন্নয়ন প্রকল্পের পিয়ার ইডুকেটর মোহনা প্রমুখ।