দেওয়ানগঞ্জে ৩৩৩-এ ফোন দিয়ে খাদ্য সহায়তা পেলেন দুই নারী

দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ থেকে খাদ্য সহায়তা বিতরণ করেন ইউএনও এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ১৪ দিনের কঠোর লকডাউনে ৩৩৩-এ ফোন দিয়ে খাদ্য সহায়তা পেলেন কর্মহীন হয়ে পড়া লুৎফা (৪০) ও প্রিয়া (২০) নামের দুই নারী।

জানা গেছে, লকডাউনে ঘরে খাবার না থাকায় ৩০ জুলাই ৩৩৩-এ খাদ্যের জন্য ফোন দেন উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাটিরপাড়া গ্রামের লুৎফা ও প্রিয়া নামের দুই কর্মহীন নারী। ফোন পাওয়ার পর ৩১ জুলাই দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ থেকে তাদেরকে খাদ্য সহায়তা দেন।

এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ কর্মকর্তা অলি মাহমুদ, ইউপি সদস্য আব্দুল মালেক ও সাংবাদিক তারেক মাহমুদ।

ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইউনিয়নে প্রতিটি দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। লকডাউনে ঘরে খাবার না থাকায় ৩৩৩-এ ফোন দিয়ে খাদ্য সহযোগিতা নিয়েছে।