জামালপুরে কর্মহীন ৫০০ মানুষ পেল প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সহায়তা, ব্র্যাকের মাস্ক বিতরণ উদ্বোধন

করোনায় কর্মহীন বিভিন্ন নিম্ন-আয়ের শ্রমজীবী মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপাহারের ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক :
করোনায় লকডাউনে কর্মহীন হয়ে ক্ষতিগ্রস্ত জামালপুরের ৫০০ জন পত্রিকার হকার, মুদ্রনশিল্প শ্রমিক ও সেলুনকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ১৪ জুলাই বিকেলে এই সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে প্রধানমন্ত্রীর এসব ত্রাণ সহায়তা বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, ব্র্যাক জেলা সমম্বয়কারী মো. মুনীর হুসাইন খান ও সাংবাদিক এম এ জলিল উপস্থিত ছিলেন। প্রতিজন অসহায় নারী ও পুরুষ কর্মহীন শ্রমজীবী ব্যক্তিকে ১০ কেজি করে চাল ও নগদ অর্থ দেওয়া হয় ২০০ টাকা করে। এছাড়াও ত্রাণ নিতে আসা ব্যক্তিদের মাঝে ব্র্যাকের পক্ষ থেকে মাস্কও বিতরণ করা হয়।

ব্র্যাকের মাস্ক বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান। ছবি : বাংলারচিঠিডটকম

এর আগে একই স্থানে ত্রাণ নিতে আসা ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণ করে ব্র্যাকের মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান। ব্র্যাক জেলা সমম্বয়কারী মো. মুনীর হুসাইন খানসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির আওতায় কোভিড-১৯ প্রতিরোধে সামাজিক দুর্গ বিনির্মাণে ব্র্যাক জামালপুর জেলায় বাড়ি বাড়ি গিয়ে ২০ লাখ মাস্ক বিতরণ, আগ্রহীদের অ্যান্টিজেন করোনা টেস্ট ও স্বাস্থ্যসচেতনা বিষয়ক নানামুখী পরামর্শ ও প্রচার-প্রচারণা কার্যক্রম হাতে নিয়েছে।