ইসলামপুরের যমুনা পাড়ের কর্মহীন ৮৪৫ পরিবার পেল খাদ্য সহায়তা

কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের ইসলামপুর উপজেলার দুর্গম যমুনা চরাঞ্চলের হতদরিদ্র কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে চলমান লকডাউন সংকটে কর্মহীন ৮৪৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এতে ২৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিড়া, ৫ কেজি আলু, ১ লিটার তেল ও ১ কেজি লবণ রয়েছে।

১৩ জুলাই বিকালে উপজেলার চিনাডুলী ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে ব্যুরো বাংলাদেশের বাস্তবায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম. জামাল আব্দুন নাছের বাবুল।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মাজহারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, চিনাডুলী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আব্দুস ছালামসহ ব্যুরো বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।