ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম ভোট দিয়েছেন সর্বোচ্চ নেতা আলী খামেনি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সকাল ৭ টার (০২৩০ জিএমটি) ঠিক পরে রাজধানীতে তার অফিস সংলগ্ন একটি মসজিদে বিশেষভাবে স্থাপিত ভ্যালট বাক্সে প্রথম ভোট দিয়েছেন।

এরপর তিনি ইরানের প্রায় ৬০ মিলিয়ন ভোটারকে ভোটদানের আহবান জানিয়ে বলেন, “আপনি যতো তাড়াতাড়ি এই দায়িত্ব পালন করবেন,ততই ভালো। আজ রাত পর্যন্ত ইরানের জনগণ যা কিছু করবেন, নির্বাচনে ভোট দিয়ে তাদের ভবিষ্যৎ গড়ে তোলার কাজ করবেন।”

মধ্যরাত (১৯৩০ জিএমটি) পর্যন্ত সম্ভবত মধরাতের দুই ঘন্টা পরে ভোট গ্রহন বন্ধ হবে, শনিবার দুপুরের দিকে ফলাফল আশা করা হচ্ছে।

ভোটে বিজয়ী আগস্টে বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানির কাছ থেকে ইরানের অষ্টম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। হাসান রুহানি একজন মধ্যপন্থী হিসেবে সংবিধানের অধীনে চার বছরের পরপর দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।সূত্র:বাসস।