
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলার মলমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, ২১ মার্চ দুপুরে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে মলমগঞ্জ বাজারে শাহিন মিয়ার লেপ-তোষকের দোকান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসম্পাদক সাইফুল ইসলামের সোহাগ ট্রেডার্স ও আমীর আলীর মনোহারির দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল ও মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না ঘটনাস্থল পরিদর্শন করেছেন।