
জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
‘এসো মিলি প্রাণের উচ্ছ্বাসে’ এই প্রত্যয়ে ঢাকাস্থ মাদারগঞ্জ সমিতির বার্ষিক বনভোজন এম মিলস মেলা অনুষ্ঠিত হয়েছে ৫ ফেব্রুয়ারি সাভারের আশুলিয়া বর্ণছটা পিকনিক স্পটে।
ঢাকা বিভাগের শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মাহবুবর রহমান রিপনের সভাপতিত্বে মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

মিলনমেলা ও বার্ষিক বনভোজনের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী সচিব নাসির উদ্দিন, জেলা যুগ্ম জজ মেহেদী পাভেল সুইট, সাভার পৌরসভার মেয়র আব্দুল গনি, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, আশুলিয়া আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন, যুগ্মআহ্বায়ক সাইফুল ইসলাম, সাবেক অতিরিক্ত কর কমিশনার ও মাদারগঞ্জ সমিতর সাবেক সভাপতি হাসানুজ্জামান তালুকদার হীরা, সাধারণ সম্পাদক আইনজীবী জুলফিকার আলী বাবুল, আমিনুর রহমান মিন্টু, এম এ রশিদ, শাহ্ মোহাম্মদ ফিরুজ প্রমুখ।
পরে মধ্যাহ্নভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।