ইসলামপুরে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘খেলাধুলা বাড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই আলোকে জামালপুরের ইসলামপুর উপজেলায় সুপারস্টার ক্লাবের উদ্যোগে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

৮ জানুয়ারি সন্ধ্যায় ইসলামপুর বাজারে মহারানী মাঠে ফাইনাল খেলায় মুখোমুখি হয় মামা ভাগনা একাদশ ও শেখ রাসেল স্মৃতি সংঘ। খেলায় শেখ রাসেল স্মৃতি সংঘ ১২ রানে জিতে যায়।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সুপারস্টার ক্লাবের সভাপতি নাজমুল হাসান নাহিদের সভাপতিত্বে পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল।

বিশেষ অতিথি ছিলেন ক্রীড়াবিদ মীর জাহাঙ্গীর আলম দুলাল, সাবেক কাউন্সিলর আনিছুর রহমান, কনফিডেন্স চাইল্ড কেয়ারের পরিচালক গুরুদাস পাল, সুপারস্টার ক্লাবের উপদেষ্টা আবু সাইদ খান লোহানী, ব্যবসায়ী সালাউদ্দিন শাহ, কাউন্সিলর মোহন মিয়া, ক্রীড়াবিদ ফজলে এলাহী ইমন, আকবর আলী ও সান শাহ ফকির।

সুপার স্টার ক্লাবের সাধারণ সম্পাদক মনির খান লোহানী অনুষ্ঠানটি পরিচালনা করেন।