ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ একনেকে ১৩ হাজার ৫২৫ কোটি টাকা ব্যয়ে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প অনুমোদন এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল ন্যাশনাল রিপাবলিকান পার্টি সহ অর্ধশতাধিক রাজনৈতিক দলের আবেদন কমিশনে মাদারগঞ্জে ১২৮ জনকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিলো মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশন জামালপুর রেলওয়ে পুলিশের অভিযানে ৫৮টি টিকিটসহ দুই টিকিট কালোবাজারি গ্রেপ্তার জামালপুরে বৈশাখী লোকনাট্য উৎসব শুরু : ধুয়া গানের আসরে মুগ্ধ দর্শক শ্রোতা গণঅধিকার পরিষদ বকশীগঞ্জ শাখার আহ্বায়ক কমিটি প্রকাশ রোবডোজার গাজা যুদ্ধে ইসরাইলের নতুন যুদ্ধ যন্ত্র ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে

গোল্ডেন জামালপুরের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শীতার্ত মানুষের মাঝে গোল্ডেন জামালপুরের কম্বল বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোকলেছুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

শীতার্ত মানুষের মাঝে গোল্ডেন জামালপুরের কম্বল বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোকলেছুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক,
বাংলারচিঠিডটকম

প্রতিবছরের মতো চলতি শীত মৌসুমে জামালপুরে শীতার্ত ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছে মানবিক ফেসবুক দল গোল্ডেন জামালপুর। নতুন বছরের প্রথমদিন শুক্রবার জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ৩৫০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোকলেছুর রহমান।

বিতরণের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোল্ডেন জামালপুরের উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হেলালুজ্জামান বীর প্রতীক, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেহনাজ হক চৌধুুরী, গোল্ডেন বন্ধু সোমা সোবহান, শামীম আজাদ, সাহিদা ফেরদৌসী, প্রতিবন্ধী ব্যক্তি বাপ্পী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোল্ডেন জামালপুরের মডারেটর আশরাফুজ্জামান স্বাধীন।

শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গোল্ডেন জামালপুরের প্রশাসক চিকিৎসক শামীমা সোবহান ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে সকল বন্ধুদের নিকট শীতার্ত মানুষের সহায়তা চেয়ে আবেদন জানান। আবেদনে সাড়া দিয়ে এক সপ্তাহের ব্যবধানে অনুদান প্রাপ্ত টাকায় সাড়ে তিনশ কম্বল কেনা হয়।

গোল্ডেন জামালপুরের কম্বল নিতে আসা শীতার্ত মানুষেরা। ছবি : বাংলারচিঠিডটকম

বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোকলেছুর রহমান গোল্ডেন জামালপুরের সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, ভার্চুয়াল দুনিয়ায় ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে যখন অনেকেই বিনোদন এবং বিতর্কিত বিষয় নিয়ে অধিকমাত্রায় সময় অপচয় করে থাকে তখন গোল্ডেন বন্ধুরা সামাজিক দায়বদ্ধতা পূরণে নিরন্তর কাজ করছেন। তিনি সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনগুলোক আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ, গোল্ডেন জামালপুর প্রতি বন্যায়, শৈত্য প্রবাহ এবং চলমান মহামারী করোনা সংক্রমণকালেও বিভিন্ন সাহায্য নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। এছাড়া সুবিধাবঞ্চিত শিশু, জটিল রোগে আক্রান্ত রোগী, প্রতিবন্ধী জনগোষ্ঠীর মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ায় গোল্ডেন জামালপুর।

একাধিক সদস্য জানান, গোল্ডেন জামালপুর শুধু বিনোদনের মাধ্যমই নয় সামাজিক ও মানবিক কাজে বর্তমানে একটি নির্ভরযোগ্য প্লাটফরম হিসেবে দাঁড়িয়ে গেছে। আমরা সবাই নিবেদিত। গোল্ডেন জামালপুরের ডাকে আমরা দ্রুত সাড়া দিয়ে থাকি।

আপলোডকারীর তথ্য

সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ

গোল্ডেন জামালপুরের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আপডেট সময় ০৮:৫১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১
শীতার্ত মানুষের মাঝে গোল্ডেন জামালপুরের কম্বল বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোকলেছুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক,
বাংলারচিঠিডটকম

প্রতিবছরের মতো চলতি শীত মৌসুমে জামালপুরে শীতার্ত ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছে মানবিক ফেসবুক দল গোল্ডেন জামালপুর। নতুন বছরের প্রথমদিন শুক্রবার জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ৩৫০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোকলেছুর রহমান।

বিতরণের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোল্ডেন জামালপুরের উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হেলালুজ্জামান বীর প্রতীক, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেহনাজ হক চৌধুুরী, গোল্ডেন বন্ধু সোমা সোবহান, শামীম আজাদ, সাহিদা ফেরদৌসী, প্রতিবন্ধী ব্যক্তি বাপ্পী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোল্ডেন জামালপুরের মডারেটর আশরাফুজ্জামান স্বাধীন।

শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গোল্ডেন জামালপুরের প্রশাসক চিকিৎসক শামীমা সোবহান ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে সকল বন্ধুদের নিকট শীতার্ত মানুষের সহায়তা চেয়ে আবেদন জানান। আবেদনে সাড়া দিয়ে এক সপ্তাহের ব্যবধানে অনুদান প্রাপ্ত টাকায় সাড়ে তিনশ কম্বল কেনা হয়।

গোল্ডেন জামালপুরের কম্বল নিতে আসা শীতার্ত মানুষেরা। ছবি : বাংলারচিঠিডটকম

বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোকলেছুর রহমান গোল্ডেন জামালপুরের সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, ভার্চুয়াল দুনিয়ায় ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে যখন অনেকেই বিনোদন এবং বিতর্কিত বিষয় নিয়ে অধিকমাত্রায় সময় অপচয় করে থাকে তখন গোল্ডেন বন্ধুরা সামাজিক দায়বদ্ধতা পূরণে নিরন্তর কাজ করছেন। তিনি সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনগুলোক আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ, গোল্ডেন জামালপুর প্রতি বন্যায়, শৈত্য প্রবাহ এবং চলমান মহামারী করোনা সংক্রমণকালেও বিভিন্ন সাহায্য নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। এছাড়া সুবিধাবঞ্চিত শিশু, জটিল রোগে আক্রান্ত রোগী, প্রতিবন্ধী জনগোষ্ঠীর মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ায় গোল্ডেন জামালপুর।

একাধিক সদস্য জানান, গোল্ডেন জামালপুর শুধু বিনোদনের মাধ্যমই নয় সামাজিক ও মানবিক কাজে বর্তমানে একটি নির্ভরযোগ্য প্লাটফরম হিসেবে দাঁড়িয়ে গেছে। আমরা সবাই নিবেদিত। গোল্ডেন জামালপুরের ডাকে আমরা দ্রুত সাড়া দিয়ে থাকি।