ইথিওপিয়ায় বন্দুকধারীদের হামলায় শতাধিক লোক নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের হামলায় ১০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। অঞ্চলটিতে সাম্প্রতিক ভয়াবহ ধারাবাহিক হামলার এটি হচ্ছে সর্বশেষ ঘটনা। জাতীয় মানবাধিকার বিষয়ক কমিশন এ খবর জানিয়েছে। খবর এএফপি’র।

ইথিওপীয় মানবাধিকার কমিশন (ইএইচআরসি) ২৩ ডিসেম্বর রাতে এক বিবৃতিতে জানায়, বেনিশাগুল-গুমুজ এলাকায় বন্দুকধারীদের ভয়াবহ হামলায় ১শ’র বেশি মানুষ নিহত হয়েছে। কমিশনটি সরকার অনুমোদিত হলেও তারা স্বাধীন।

কমিশন জানায়, মেতাকাল এলাকায় ঘুমন্ত বাসিন্দাদের ওপর এ হামলা চালানো হয়।

তারা আরো জানায়, এ বর্বর হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া কমপক্ষে ৩৬ জনকে একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালটি হামলা স্থল থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত।

কমিশন জানায়, হামলার সময় ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর কোন সদস্য ছিল না।