দেওয়ানগঞ্জ পৌরসভার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

সড়ক উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা।ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ থেকে
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। ১৯ নভেম্বর দুপুরে পৌর শহরের গাবতলি শাপলা চত্বর থেকে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করেন পৌর মেয়র শাহনেওয়াজ শাহান শাহ্।

জানা গেছে, জামালপুর জেলার ৮টি পৌরসভা ভৌত অবকাঠামো প্রকল্পের অর্থায়নে ১ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে ১ কিলো ৭৫০ মিটার সড়ক উন্নয়ন কাজ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিল বাংলা সুগার মিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আলী।

৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে পৌর মেয়র শাহনেওয়াজ শাহান শাহ তার বক্তব্যে বলেন, আধুনিক পৌরসভা গড়তে এবং প্রথম শ্রেণির পৌরসভায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বিগত ৫ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রর্যায়ক্রমে সবগুলো রাস্তা উন্নয়ন, জেনারেটর দিয়ে শহরের রাস্তায় বাতি, পাবলিক টয়লেট, স্যানেটারি, পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থা, ডাস্টবিন, ব্রহ্মপুত্র নদে ভাসমান সেতু নির্মাণ, সরকারি খাস খতিয়ানের জমি উদ্ধার, পৌরবাসীদের সেবা নিশ্চিত করতে পেরেছি।বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া দলীয় মনোনয়নে নৌকা প্রতীকে আপনারা আমাকে ভোট দিয়েছেন। ভোটে নির্বাচিত হয়ে আপনাদের সেবক হয়ে কাজ করেছি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিল বাংলা সুগার মিলের ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি লিচু মিয়া, সাধারণ সম্পাদক রায়হানুল হক, পৌর প্রকৌশলী মোশারফ হোসেন, হিরা এন্টারপ্রাইজের প্রোপাইটর আকলেমুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী জুয়েল, মুক্তিযোদ্ধা প্রস্ন সরকার, শাহ মো. মাসুদসহ স্থানীয় এলাকাবাসী।