জামালপুরে সমবায় দিবস পালিত

বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের আয়োজনে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৭ নভেম্বর সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, কেন্দ্রীয় সমবায় ব্যাংক জামালপুর শাখার সভাপতি কৃষকলীগনেতা হুরমুজ আলী হিরু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মো. তাজুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মো. মনিরুজ্জামান, চিত্ররেখা সমবায় সমিতির সভাপতি মোছা. রিক্তা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা আতিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ অংশ নেয়।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দকে ক্রেস্ট দেওয়া হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমবায় পরিদর্শক মো. নজরুল ইসলাম ও আফছানী আক্তার।