সরিষাবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৫

সংঘর্ষে আহত ফজিলা বেগম হাসপাতালে চিকিৎসারত। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারীসহ ৫ জন আহত হয়েছে। ৩০ সেপ্টেম্বর সকালে উপজেলার পৌরসভার বলারদিয়ার গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার বলারদিয়ার গ্রামের ফজল মিয়া ও মৃত আবুশামার ছেলে হানিফ উদ্দিনের মধ্যে র্দীঘদিন ধরে বসত বাড়ির জমি নিয়ে বিরোধ চলছে। ফজল মিয়া ও তার পরিবার ওই জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আচ্ছে। একাধিকবার শালিস বৈঠক হলেও সমাধান হয়নি। ফজল মিয়ার ছেলে ফারুক হোসেন ৩০ সেপ্টেম্বর সকালে বসতবাড়ির ফাঁকা জায়গায় খঁটির সাথে গরু বাঁধতে গেলে হানিফ উদ্দিন ও তার ছেলেরা বাধা দেয়। কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় ফারুক হোসেন (৩৪), আকলিমা বেগম (৩২), ফজিলা বেগম (৩৮), ফরমান মিয়া (২১) ও রাকিব হোসেন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করান।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফজলুল করীম এ প্রতিবেদককে জানান, এক পক্ষের অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।