বকশীগঞ্জে ইউএনওর বিদায় ও বরণ অনুষ্ঠিত

ইউএনও আ. স. ম. জামশেদ খোন্দকারকে বিদায় ও নবাগত ইউএনও মুন মুন জাহান লিজাকে বরণ করে নেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকারকে পদোন্নতি জনিতকারণে বিদায় ও নবাগত ইউএনও মুন মুন জাহান লিজার বরণ অনুষ্ঠান ২৪ সেপ্টেম্বর বিকালে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা সম্মেলনকক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদায় ও বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. জাকির হোসেনের সঞ্চালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, বিদায়ী ইউএনও আ. স. ম. জামশেদ খোন্দকার, নবাগত ইউএনও মুন মুন জাহান লিজা, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম স¤্রাট, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ফোরকান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক প্রতাপ নন্দী, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক বিপ্লব কুমার পাল, উপজেলা খাদ্য পরিদর্শক শামীমা নাসরিন, মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বগারচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, মেররুচর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ প্রমুখ।

বিদায় ও বরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানবৃন্দ, সরকারি সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম উপস্থিত ছিলেন।