বিদ্যুতায়িত হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক : টাঙ্গাইল সদর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। ২৩ আগস্ট সকালে উপেজেলা ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই শিক্ষকের নাম মো. হযরত আলী (৬৭)। তিনি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের ঘোনারচালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

কালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান সাদ্দাম জানান, বন্যায় হযরত আলীর বাড়ির শৌচাগার পানিতে পড়ে যায়। ২৩ আগস্ট সকালে শৌচাগারটি মেরামত করার জন্য টিনের বেড়ায় হাত দিলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।