দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে খুনসহ ৭ মামলার দুই আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার দুই আসামি। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার নয়াগ্রাম থেকে খুনসহ ৭টি মামলার দুই আসামিকে ৩০০টি ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। ২২ আগস্ট বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার উত্তর মাঠেরঘাট (নতুন গ্রাম) গ্রামের মৃত জামাল মিস্ত্রির ছেলে মো. নজরুল ইসলাম (৫৮) ও উত্তর গোয়ালকান্দা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মো. রুকনুজ্জামান ওরফে রিপন (৫৫)।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা এবং স্কোয়াড অধিনায়ক সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল ২২ আগস্ট বিকেল তিনটার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার নয়াগ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের মো. শামছুল আলমের বাড়ির সামনে পাথরের চর-তারাটিয়া বাজার রাস্তা থেকে খুনসহ ৭টি মামলার আসামি মো. নজরুল ইসলাম ও মো. রুকনুজ্জামান ওরফে রিপনকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার ইয়াবা। ছবি : বাংলারচিঠিডটকম

তাদের কাছ থেকে ৩০০টি কথিত অ্যাম্ফিটামিনযুক্ত গোলাপী রঙের ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। সেগুলোর আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা মাত্র।

আসামিদের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।