দেওয়ানগঞ্জে গ্রেনেড হামলার ১৬তম বার্ষিকী পালিত

দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার ১৬তম বার্ষিকী পালন করা হয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়।

২১ আগস্ট সকালে উপজেলা আওয়ামী লীগ ও দেওয়ানগঞ্জ প্রেসক্লাব পৃথক পৃথকভাবে বার্ষিকী পালন করেছে।

উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্তিয়াক হোসেন দিদারের সভাপতিত্বে ও নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য যুগ্মসাধারণ সম্পাদক আসলাম হোসেন, সৈয়দ আহম্মেদ সাবু, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক রাশেদা আফরোজ ঋতু, ছাত্রলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান প্রমুখ।

আলোচনা শেষে সকল শহীদদের জন্য দোয়া করা হয়।

আপরদিকে দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম এলানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ভোরের কাগজের সাংবাদিক বিল্লাল হোসেন মন্ডল, কালেরকন্ঠ দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি তারেক মাহমুদ, দৈনিক মানবকন্ঠের সাংবাদিক জাকিউল ইসলাম, দৈনিক আজকের জামালপুর সাংবাদিক রশিদুল আলম সিকদার, রুদ্ধবাংলার প্রতিনিধি জাকিউল ইসলাম প্রমুখ।

এ সময় সাংবাদিক বোরহান উদ্দিন, হারুন অর রশিদ, ফরিদুল হক, বকুল মিয়াসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদদের জন্য দোয়া করা হয়।