শরিফপুর আলিম মাদরাসায় হচ্ছে চারতলা ভবন

বিশেষ মোনাজাতে অংশ নেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শরিফপুর আলিম মাদরাসার চারতলা বিশিষ্ট আধুনিক একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ১০ জুন বেলা ১২টার দিকে ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ২ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে এ নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।

ঠিকাদারী প্রতিষ্ঠান চৌধুরী এন্টারপ্রাইজ ও এন মুশফিকুর রহমান কাঞ্চন জেবি নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে বলে জানান।

ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধনী আনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, মাদরাসা কমিটির সভাপতি মো. আসাদুল আল-গনি বিজু, শরিফপুর ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আলম, শরিফপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুক, মাদরাসা কমিটির সহ-সভাপতি কোরবান আলী ও জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদসহ মাদরাসাটির কমিটির সকল সদস্য ও শিক্ষকবৃন্দ।

পরে মাদরাসাটির সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।