ইসলামপুরে বন্যার্তরা পেল চাল, পানি বিশুদ্ধকরণ বড়ি

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে পানিবন্দি মানুষদের দুর্ভোগ বাড়ছে। বিভিন্ন এলাকায় বন্যার্তরা মানবেতর জীবনযাপন করছে। বন্যার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে গত ২৪ ঘন্টায় হ্রাস পেয়ে বিপদ সীমার ৫১ সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে, ৪ জুলাই দিনব্যাপী সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল বন্যা কবলিত এলাকা কুলকান্দি ইউনিয়নের সর্দার পাড়া, ছড়াবিল এলাকায় বন্যার্ত ৮০০ পরিবারের মাঝে ১০ কেজি করে ত্রাণের চাল ও পানি বিশুদ্ধ করার বড়ি বিতরণ করেছেন।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এসএম জামাল আব্দুন নাছের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, জেলা পরিষদ সদস্য আব্দুর রাজ্জাক লাল মিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওবায়দুল হক বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।