বিল্লাহ হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ষোষিত কার্যক্রম বাস্তবায়নে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের ২৫৬ জন কৃষক ও কৃষাণীর মাঝে নানা জাতের সবজি বীজ, সার ও নগদ টাকা বিতরণের উদ্বোধন করা হয়েছে।
২৩ জুন দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তর কার্যালয় থেকে পাররামরামপুর, হাতীভাঙ্গা, চুকাইবাড়ী ইউনিয়নের ৯৬ জন কৃষক ও কৃষাণীর মাঝে বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর ঘোষিত পুষ্টি বৃদ্ধির লক্ষ্যে পারিবারিক কৃষির আওতায় সবজি চাষের জন্য উপজেলার ৮টি ইউনিয়নের ২৫৬ জন কৃষক ও কৃষাণীদের মাঝে লাউ, সিম, লালশাক, কলমি শাক, ডাটা, মুলা, পুঁইশাক ও চিচিংগা চাষের জন্য বীজ ও সারের জন্য জনপ্রতি ৪৩৫ টাকা, বাগান বেড়া দেওয়ার জন্য ১ হাজার টাকা এবং পরিচর্যার জন্য ৫০০ টাকা হিসাবে ১ হাজার ৯৩৫ টাকা বিতরণ শুরু হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেয়মান হোসেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাজমুলহুদাসহ অন্যান্য কৃষি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।