ডাংধরা ইউনিয়নের মসজিদগুলোয় ছিটানো হলো জীবাণুনাশক

ডাংধরা ইউনিয়নের মসজিদগুলোয় জীবাণুনাশক ছিটানো হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহানউদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ‘মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা’ সংগঠনের উপজেলা শাখার উদ্যোগে মসজিদগুলোতে জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম পরিচালনা করেছে।

২১ এপ্রিল সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কেন্দ্রীয় সভাপতি মো. আব্দুস সালাম বুলেটের দিকনির্দেশনায় জেলা সভাপতি মো. মিজানুর রহমানের পরামর্শে করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে ইউনিয়নের মসজিদগুলোতে জীবাণুমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির জামালপুর জেলা কমিটির সহ-সভাপতি মো. ফরিদুল ইসলাম, উপজেলা কমিটির সদস্য ফরহাদ রুবেল, আসলাম হোসেন, পারভেজ আহমেদ নয়ন, জাহিদ, মাসুদ প্রমুখ।

সংগঠনের সদস্যরা আলাদা আলাদাভাবে অবস্থান করে এলাকার মসজিদগুলো জীবাণুমুক্ত করেন। এছাড়াও মানুষকে করোনাভাইরাস সম্পর্কে ধারণা দেওয়া ও সচেতনতামূলক কথা বলা হয়। একইভাবে প্রধান রাস্তাগুলোও জীবাণুনাশক ছিটানো হয়।