ইসলামপুরে রাতে প্রত্যন্ত অঞ্চলে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

ইসলামপুরে রাতে প্রত্যন্ত অঞ্চলে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় করোনাভাইরাস মোকাবেলায় ঘরে থাকা সাধারণ মানুষের দরজায় ত্রাণ সামগ্রী পৌছে দিচ্ছেন উপজেলা প্রশাসন। ১৯ এপ্রিল গভীর রাতে উপজেলা প্রশাসন পাথর্শী ইউনিয়নের মলমগঞ্জ ও মোজাআটা এলাকায় অসহায় কর্মহীনদের ঘরে ঘরে এই ত্রাণ সামগ্রী পৌছে দেন।

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে পৌর শহরের ২০০ পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল, আধা কেজি ডাল, ১ কেজি আলু, আধা লিটার তেল, আধা কেজি লবণও একটা বল সাবান দেওয়া হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল বলেন, এই দুর্যোগ মুহূর্তে আমরা অসহায়দের গরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এই মহামারীতে সকলের সহযোগিতা কামনা করছি। প্রশাসনের এই সহায়তা কার্যক্রম চলমান থাকবে।