চর আমখাওয়ায় ২০০ কর্মহীন মানুষ পেল খাদ্য সহায়তা

নিম্নআয়ের মানুষদের হাতে চাল তুলে দেন ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ। ছবি : বোরহান উদ্দিন

সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস মোকাবেলায় সবকিছু বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের ২০০ হোটেল কর্মচারী ও সেলুনকর্মীদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ২ এপ্রিল সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সরকারি খাদ্য সহায়তার এই চাল বিতরণ করা হয়।

কর্মহীন শ্রমজীবী মানুষদের মাঝে সরকারি খাদ্য সহায়তার চাল বিতরণ করেন চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ। এ সময় সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান, চর আমখাওয়া ইউনিয়ন পরিষদ সদস্য সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।