ইসলামপুরে যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনে দু’জনকে জরিমানা

বালু উত্তোলনের পাইপ ধ্বংস করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই বালু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২ ফেব্রুয়ারি বিকালে উপজেলার চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মাদ মিজানুর রহমান।

জানা গেছে, চিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন ও হযরত আলী ছেলে ফজলুল হক যমুনা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের কাছ থেকে দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করে বাধেঁর উপর রেখে বিক্রি করে আসছিল। ভ্রাম্যমাণ আদালত দুই অবৈধ বালু ব্যবসায়ীকে ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা ও ড্রেজারের পাইপ ধ্বংস করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মাদ মিজানুর রহমান এ অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।