জামালপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা করেছে জেলা বিএনপি।  ১৯ জানুয়ারি দুপুরে শহরের মিয়াপাড়ায় একটি সামাজিক সম্মিলন কেন্দ্রে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবনের নানাদিক আলোকপাত করে জেলা বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

জেলা বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাজ্জাদ হোসেন পল্টন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন ও শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা শ্রমিকদলের সভাপতি শেখ আব্দুস সোবহান, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সাত্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেল, জেলা যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি তরিকুল হায়দার তুষার, পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা খান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আব্দুল হালিম ও জেলা তাঁতী দলের আহ্বায়ক আনিছুর রহমান লুলু প্রমুখ।

বক্তারা জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এদিকে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ১২টি স্থানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।