গাইবান্ধা ইউনিয়নে আওয়ামী লীগের জনসভা

জনসভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

সার্বিক উন্নয়ন ভাবনায় নিয়ে জামালপুরের ইসলামপুর উপজেলায় আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারি বিকালে কড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।

গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। তিনি উপজেলার সার্বিক উন্নয়নে আগামীর করণীয় বিষয়ক দিক নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি ওই ইউনিয়নের তৃণমূল পর্যায়ের অসমাপ্ত উন্নয়নের কাজ দ্রুত সম্পন্ন হবে বলে জানান।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস ছালাম, সহসভাপতি আব্দুর রাজ্জাক লাল মিয়া, যুগ্মসাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি রকিব চৌধুরী ও সাধারণ সম্পাদক আলহাজ মিয়া।

এতে অন্যানের মধ্যে জামালপুর পরিবার পরিকল্পনা কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আসাদুল হক দুলাল ইউনিয়নের মহাবিদ্যালয়, রাস্তাসহ সার্বিক উন্নয়নের দাবি তুলে ধরেন। এছাড়াও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস।