দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হয়েছে। ১ জানুয়ারি সকালে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলাইমান হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূইয়া, প্রবীণ আওয়ামী লীগনেতা শওকাতুল হক কামাল চৌধুরী, প্রধান শিক্ষক রায়হানা আক্তার বেগম, সহকারী প্রাধান শিক্ষক নাসির উদ্দিন, শফিক উল্লাহ, মেহেরুন নেছা, মোস্তাফিজুর রহমান, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, আওয়ামী লীগনেতা শফিউল মান্না, গুলশানারা আক্তার লিটা প্রমুখ।
এবছর উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ৯ লাখ বই বিতরণ করা হবে।