বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ৩১ ডিসেম্বর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ঢাকা চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রি ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সামীর সাত্তারের উদ্যোগে ৭০০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ব্যারিস্টার সামীর সাত্তারের নিজ বাসভবনে তার পক্ষে তার বাবা সাবেকমন্ত্রী এম এ ছাত্তার এসব শীতবস্ত্র বিতরণ করেন।
বিতরণের সময় বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ কে এম হামিদুল্লাহ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হোদায়েত উল্লাহ হোসনা, মুরাদ মিয়া, বকশীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান, আবদুল কাদের, ব্যবসায়ী খোকন আকন্দ, সাখাওয়াত হোসেন, মির্জা সোহেল, জিসান মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।