দেওয়ানগঞ্জে জমির বিরোধ নিয়ে সংঘর্ষে দুই সহোদরের মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক ও সানন্দবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জমির বিরোধ নিয়ে সংঘর্ষে গুরুতর আহত দুই সহোদর ৩০ নভেম্বর ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ২৯ নভেম্বর সকালে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী লম্বাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী লম্বাপাড়া গ্রামের কৃষক হারান আলীর দুই ছেলে ইউছুফ আলী (৪০) ও আব্দুল জলিল (৩৫)।

জানা গেছে, উপজেলার সানন্দবাড়ী লম্বাপাড়া গ্রামের কৃষক ইউনুছ আলীর দুই ছেলে হারান আলী ও জাকির হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে জমির ভোগদখলকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে ২৯ নভেম্বর বেলা ১১টার দিকে সানন্দবাড়ী লম্বাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হন। আহতদের মধ্যে হারান আলীর ছেলে ইউছুফ আলী ও আব্দুল জলিলকে আশঙ্কাজনক অবস্থায় ২৯ নভেম্বর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ নভেম্বর ভোর চারটার দিকে তারা দুজন মারা যান। হামলায় গুরুতর আহত হারান আলী (৭০) ও জয়নাল আবেদীনের ছেলে রিপন আলী (১৫) জামালপুর সদর হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত দুজনের মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্থানীয় সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বাংলারচিঠিডটকমকে বলেন, ‘শুক্রবারের (২৯ নভেম্বর) সংঘর্ষের ঘটনায় মারা যাওয়া দুই ভাইয়ের মরদেহ ঢাকা থেকে দেওয়ানগঞ্জে আনা হচ্ছে। এ ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’