ইসলামপুরে বেশি দামে লবণ বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

লবণের দাম বৃদ্ধির গুজব রোধে ইসলামপুর বাজারে উপজেলা প্রশাসনের অভিযান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় লবণের দাম বেশি নেওয়ার অভিযোগে দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, ১৯ নভেম্বর হঠাৎ লবণের দাম বৃদ্ধি হওয়ার গুজব ছড়িয়ে পড়লে ইসলামপুর বাজারে ক্রেতাদের দ্রুত লবণ কিনতে প্রতিটি দোকানে ভীড় জমে যায়। এ খবর পেয়ে উপজেলা প্রশাসন বাজারে অভিযান চালায়।

এ সময় লবণের দাম বেশি নেওয়ার অভিযোগে দুই ব্যবসায়ীকে আটক করে থানায় নেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করে তাদের ছেড়ে দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম জামাল আব্দুন নাছের বাবুল, ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখ ও ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।