সরিষাবাড়ীতে গ্রামীণ ব্যাংক কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির মানববন্ধন

সরিষাবাড়ীতে গ্রামীণ ব্যাংক কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

সরকার ঘোষিত অবসর পেনশন পুন:স্থাপনসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখা মানববন্ধন করেছে। ১ নভেম্বর সকালে সরিষাবাড়ী প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ সহ-সভাপতি আলমাস উদ্দিন, উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সাবেক জি এস তোফাজ্জল হোসেন, জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহসভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফরহাদ আলী প্রমুখ।

সরিষাবাড়ীতে গ্রামীণ ব্যাংক কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় বক্তারা মাসিক চিকিৎসা ভাতা ও বাৎসরিক উৎসব বোনাস, শতভাগ পেনশন সম্পন্নকারীগণ অবসরের তারিখ থেকে ১৫ বছর অতিক্রান্ত এরপর আর্থিক সুরক্ষা বিধানকল্পে মাসিক পেনশন পুনঃস্থাপনের দাবি জানান।