সরকারি আশেক মাহমুদ কলেজে শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপিত

সরকারি আশেক মাহমুদ কলেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিকুল ইসলাম শফিক, জামালপুর
বাংলারচিঠিডটকম

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই শ্লোগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে সরকারি আশেক মাহমুদ কলেজে জন্মদিনের কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটরিয়ামে কলেজ কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অন্যান্য অতিথিদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। এ সময় সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, উপাধ্যক্ষ হারুন অর রশীদ, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল হাই আলহাদী, সহযোগী অধ্যাপক স্বরূপ কুমার কাহালী ও অন্যান্য শিক্ষকবৃন্দ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, আব্দুল্লাহ আল আমিন চাঁন, ছানোয়ার হোসেন ছানু, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য নারায়ণ চন্দ্র পাল রানা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি, সহ-সভাপতি মিজানুর রহমান সুজন, শহর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদ সোহেল, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ, সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন, শহর ছাত্রলীগের আহবায়ক মো. জুয়েল মিয়া, আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক খাবীরুল ইসলাম খান, যুগ্মআহবায়ক তারিফ হোসেন বাবুসহ কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।