ইসলামপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপিত

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক লাল মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহাদত হোসেন স্বাধীন, হাবিবুর রহমান চৌধুরী শাহিন, আবু নাসের চৌধুরী চার্লেস, যুগ্মসম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী এস এম জামাল আব্দুন নাসের বাবুল, উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, মাকছুদুর রহমান আনসারী, শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান, তথ্য বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অংকন কর্মকার, যুবলীগের সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু, যুগ্মসম্পাদক মনিরুজ্জামান লাজু, ছাত্রনেতা রাকিব হাসান চৌধুরী প্রমুখ।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল শেষে কেক কাটা হয়।