দেবেরছড়া কারিগরি স্কুল এন্ড বিএম কলেজে জাতীয় শোক দিবস পালিত

দেবেরছড়া কারিগরি স্কুল এন্ড বিএম কলেজে দরিদ্রদের খিচুড়ি খাওয়ানো হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মো. ইমরান মাহমুদ, মেলান্দহ থেকে
বাংলারচিঠিডটকম

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে জামালপুরের মেলান্দহ উপজেলার দেবেরছড়া কারিগরি স্কুল এন্ড বিএম কলেজ। এ উপলক্ষে ১৫ আগস্ট কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, আলোচনা সভা ও দেশাত্মবোক গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে দীর্ঘ আলোচনা করেন কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল রতন। এতে কলেজের সহকারী শিক্ষক মঞ্জুরুল ইসলাম, ফুলকোঁচা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ বেনু মিয়া, ফুলকোঁচা ইউনিয়ন যুবলীগের যুগ্মআহবায়ক সাইফুল ইসলাম, কলেজ পরিচালনা পর্ষদের সহসভাপতি সাহেব আলী মন্ডল, ফুলকোঁচা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য শামীম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কমর্মসূচীগুলোতে শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। পরে দরিদ্র ও অসহায়দের খিচুড়ি খাওয়ানো হয়।