নাওভাঙ্গা চরের বন্যায় ক্ষতিগ্রস্তরা পেল ভাসানী অনুসারী পরিষদের ত্রাণ

ভাসানী অনুসারী পরিষদ জামালপুর শহর শাখার উদ্যোগে নাওভাঙ্গা চরের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

ভাসানী অনুসারী পরিষদ জামালপুর শহর শাখার উদ্যোগে শহরের নাওভাঙ্গা চরের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ৩ আগস্ট সকালে শহরের বকুলতলায় পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে নাওভাঙ্গা চরের বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে শুকনো খাবার চিড়া, গুড়, সেমাই, বিস্কুট সমন্বয়ে প্যাকেট বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণের আগে ভাসানী অনুসারী পরিষদ জামালপুর শহর শাখার সভাপতি হাফিজুল ইসলাম সজলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ হাবিবুর রশিদ বাবু। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের জামালপুর জেলা শাখার যুগ্মসাধারণ সম্পাদক মাহাবুব আলম খান দিপু ও সহসাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন জিন্নাহ।

ত্রাণ বিতরণ কার্যক্রমে জেলা ভাসানী অনুসারী পরিষদের শ্রম বিষয়ক সম্পাদক হবিবর রহমান হবি, শহর ভাসানী অনুসারী পরিষদের নেতা ময়না খান, সজল আহমেদ সাজু, আকরাম হোসেন, জাহিদুল ইসলাম শোভন, নয়ন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।