দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে ৪৯২টি ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি রিয়াজ উদ্দিন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৪৯২টি ইয়াবাসহ মো. রিয়াজ উদ্দিন (২২) নামের একজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ৩০ জুলাই সন্ধ্যায় উপজেলার তারাটিয়া বাজারে লিখন হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বকশীগঞ্জ উপজেলার বালিঝুড়ি গ্রামের মো. আব্দুল করিমের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে ৩০ জুলাই সন্ধ্যা ৭টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় ৪৯২টি ইয়াবা ও দুটি মুঠোফোন সেটসহ চিহ্নিত মাদক কারবারি মো. রিয়াজ উদ্দিনকে স্থানীয় লিখন হোটেলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক জোনাঈদ আফ্রাদ বাংলারচিঠিডটকমকে জানান, র‌্যাবের মাদকবিরোধী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। মামলা দায়ের করে গ্রেপ্তার মাদক কারবারি মো. রিয়াজ উদ্দিনকে দেওয়ানগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।