দেওয়ানগঞ্জে ত্রাণ দিলেন চিকিৎসক মোছাদ্দেক হোসেন

বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রাণিসম্পদ বিভাগের সাবেক মহাপরিচালক চিকিৎসক মোছাদ্দেক হোসেন। ছবি : মদন মোহন ঘোষ

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

প্রাণিসম্পদ বিভাগের সাবেক মহাপরিচালক চিকিৎসক মোছাদ্দেক হোসেন ২৯ জুলাই দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে দুঃস্থ মুক্তিযোদ্ধাসহ বানভাসিদের মধ্যে ১০ কেজি করে চাল, তিন কেজি চিড়া, এক করে কেজি ডালসহ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মাহবুবুর রশিদ খুররম, তারেকুজ্জামান, আব্দুল কাদের, আব্দুল সামাদ, বাচ্চু ওস্তাদ, প্রফুল্ল রায়, কাউন্সিলর মুক্তিযোদ্ধা প্রসন্ন সরকার প্রমুখ।

উপজেলার চুকাইবাড়ী, চিকাজানী, দেওয়ানগঞ্জ, বাহাদুরাবাদ, হাতীভাঙ্গা, পাররামরামপুর, চর আমখাওয়া, ডাংধরাসহ পৌর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ১৫ টন চাল, ৬ টন চিড়া, ৩ টন ডাল বিতরণ করা হয়।