সরিষাবাড়ীতে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন, সেই সংগঠনের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল মুজিব প্রেমী সৈনিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলেও তিনি বক্তব্য রাখেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা এম লতিফ, যুগ্মসম্পাদক মোস্তাফিজুর শাহজাদা, সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আজমত আলী, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, সাতপোয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের, বিআরডিবি চেয়ারম্যান কামাল পাঠান, পৌর যুবলীগের সভাপতি সুরুজ্জামান, সাধারণ সম্পাদক সুমন চাকলাদার প্রমুখ।

আলোচনা সভায় ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার অনুষ্ঠানের জন্য বিস্তারিত কর্মসূচি পালনের প্রস্তুতি নেয়া হয়।