নির্বাচনে নিয়ম ভঙ্গ করতে চাই না : মতিয়া

মতিয়া চৌধুরী

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শেরপুর-২ আসনের সংসদ সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, নির্বাচনের নিয়ম আমি ভঙ্গ করতে চাই না। নির্বাচনের সময় আইসা একটা কিছু দিলে নিয়মও ভঙ্গ হবে, খবরের কাগজেও বড় করে আসবে।

তিনি ১৮ মে সকালে শেরপুরের নকলা উপজেলার বারমাইসা মাদরাসা মাঠে মেধাবী সেরা দশ শিক্ষার্থী ও অসহায় দু:স্থদের থ্রিপিস ও শাড়ী বিতরণকালে এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘নিয়মের ভিতর দিয়ে ভাল কাজ করা যায়। সেটা আমাদের প্রধানমন্ত্রী শিখিয়েছেন।’

এ সময় নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন ।

মতিয়া চৌধুরী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নকলা উপজেলার ৫০৬ জন মেধাবী শিক্ষার্থীকে থ্রিপিছ ও দুই হাজার অসহায় দু:স্থদের মাঝে শাড়ি বিতরণ করেন।